তাহেরপুর সাবেক যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে মেয়র কালামের শোক প্রকাশ

তাহেরপুর, বাগমারা প্রতিনিধি :বাগমারা উপজেলার তাহেরপুর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকাশ সরকার গোলাপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

আকাশ সরকার গোলাপ রাজশাহীর বাগমারা উপজেলা চকিরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন তাহেরপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪২ বছর। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় তাহেরপুর কলেজ মাঠে জানাযা শেষ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করানো হয়।

মরহুম আকাশ সরকার গোলাপের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।


প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ | সানশাইন