বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ জিয়াউল হক। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরডিএ কর্তৃক নতুন আবাসিক এলাকা তৈরি ও সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, অথরাইজড অফিসার মুহাঃ আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক আজমেরী আশরাফী প্রমূখ উপস্থিত ছিলেন।
সানশাইন / শামি