সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বড়দেহা কোয়ালীপাড়া এলাকায় ভটভটির চাকায় পিষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতিকুল ইসলাম বড়দেহা কোয়ালীপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সে বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলো।
নগর ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা জানান, প্রায় মাস দেড়েক আগে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ভটভটি আতিকুলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।