সর্বশেষ সংবাদ :

শিঘ্রই ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ

মেহেদি হাসান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭৫ টি, গোমস্তাপুর উপজেলায় ৭৫টি এবং নাচোল উপজেলায় ৮০ টিসহ মোট ২৩০টি বরাদ্দপ্রাপ্ত গৃহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে সদর উপজেলায় ৭৮৪, শিবগঞ্জ উপজেলায় ১১৮৮, গোমস্তাপুর উপজেলায় ৭৩৩, নাচোল উপজেলায় ৯৯৬ ও ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ ‘ক’ শ্রেণিভুক্ত ৪ হাজার ৮১৯টি গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছেন।
এদিকে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান আছে।
উদ্বোধন উপলক্ষে দেশের অন্যান্য জেলার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪র্থ পর্যায়ে হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী সেই সাথে উপকারভোগী পরিবারের অনুকূলে ০.০২ শতাংশ করে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত দলিল ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে ১ম পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় মোট ১৩১৯ টি গৃহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হয়েছে, ২য় পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় মোট ২৬১৯ টি গৃহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হয়েছে এবং ৩য় পর্যায়ে এ জেলার পাঁচটি উপজেলায় ৬৫১ টি পরিবারের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।
এ জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ৪৮১৯টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের অনুকূলে বরাদ্দ পাওয়া গিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর কার্যালয় হতে প্রাপ্ত প্রস্তাবপত্র ও উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের উপজেলায় হালনাগাদ নিরুপিত তালিকা অনুযায়ী ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য পরিবার সংখ্যা যথাক্রমে ৭৫, ৭৫, ৮০ এবং ভোলাহাট উপজেলায় ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য পরিবার নেই।
ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারের অনুকূলে ৪র্থ পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় যথাক্রমে ৭৫, ৭৫, ও ৮০টি গৃহের নির্মাণ কাজ ১০০% সমাপ্ত হয়েছে। প্রস্তাবপত্র ও কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী তাদের উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী ক শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার নেই; তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ইতোমধ্যে গত বছরের ২১ জুলাই অনুষ্ঠিত উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবপত্র ও কার্যবিবরণীর সিদ্ধান্ত এবং আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত মোতাবেক এ জেলার বাকি ৪টি উপজেলায় হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী ক শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার নেই মর্মে প্রতীয়মান হয়।
তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে বিধায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত (ক শ্রেণী) জেলা হিসেবে ঘোষণা করা হবে।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর