মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
ক্রীড়া ডেস্ক :
শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে।
এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে চোটের কবলে পড়ে বৃহস্পতিবার ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের। এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।
সানশাইন / শামি