শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার পেছনে অগ্রনী ভূমিকা পালন করছে নারীরা। তাই ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হবে।
দুপুরে জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজের ২৫ তম রজত জয়ন্তী উৎসবে কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরক্তি পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী।