সর্বশেষ সংবাদ :

মান্দায় প্রতিপক্ষের মারধরে দাঁত হারালেন বৃদ্ধ

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আয়েন উদ্দিন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে তিনটি দাঁত ভেঙে দিয়ে প্রতিপক্ষের লোকজন। শনিবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের পরানপুর গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আয়েন উদ্দিন মোল্লা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি জেহের আলী গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে জেহের আলীর বাড়ির সামনের রাস্তায় আমার ওপর অতর্কিত হামলা করেন প্রতিপক্ষের লোকজন।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা লাঠিসোটা দিয়ে আমাকে বেদম মারধর করে। তাদের লাঠির আঘাতে আমার মুখের সামনের তিনটি দাঁত ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ প্রসঙ্গে প্রতিপক্ষের জেহের আলী মোল্লার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ