শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সুমন হোসেন (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুমন হোসেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাবুল হোসেন সরদারের ছেলে। মায়ের বিবাহ বিচ্ছেদের পর তারা দু’ভাই নানি সাহেরা বিবির কাছে প্রতিপালিত হয়ে আসছিল। সুমন পেশায় নির্মাণ শ্রমিক ছিল। নানীর বসতভিটায় ইটের বাড়ি নির্মাণ করতে গিয়ে সে ঋণগ্রস্থ হয়ে পড়ে।
সুমন হোসেনের মা সেলিনা বিবি জানান, ‘প্রায় ১০ বছর আগে প্রথম স্বামী বাবুল সরদারের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর দুটি ছেলে সন্তান নিয়ে আমি মায়ের বাড়িতে বসবাস করছিলাম। পরবর্তীতে আমার দ্বিতীয় বিয়ে হয়। সেই থেকে মা সাহেরা বিবি আমার দুই সন্তানকে লালন-পালন করছিলেন।’
তিনি আরও বলেন, ‘মায়ের বসতভিটার মাটির বাড়ি ভেঙে সেখানে ইটের বাড়ি নির্মাণ করছিল ছেলে সুমন হোসেন ও সেলিম হোসেন। এ কাজ করতে গিয়ে সুমন ঋণগ্রস্থ হয়ে পড়ে। ঋণের কিস্তির টাকার চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
মৃত সুমনের নানি সাহেরা বিবি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে কাজ শেষে সুমন বাড়ি আসে। এসময় তাকে রাতের খাবারের কথা বললে পরে খাব জানিয়ে বেরিয়ে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে নির্মাণাধীন বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে সুমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুমনের ঋণগ্রস্থ হওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে।