লালপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত ইটবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, নিহত শামীম ওয়ালিয়া থেকে মোটরসাইকেল যোগে দয়রামপুরের দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ইটভর্তি গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে।


প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ