নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

বর্ণাঢ্য র‌্যালী, ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা ল্যাবরেটরী স্কুল মাঠে শুক্রবার ১০ মার্চ সকালে উদযাপন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ’ স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” ।

 

 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালী উপজেলা ল্যাবরেটরী স্কুল মাঠে এসে শেষ হয়। সেখানে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক মনমুগ্ধকর এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

 

 

মহড়ায় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটিয়ে তোলা হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সার্বিক তত্ত্ববাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রতিনিধি মোহাম্মাদ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, তথ্য আপা সাবিনা খাতুন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন চার্জ আরশেদ আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

সানশাইন / শামি


প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ | সময়: ৬:০৮ অপরাহ্ণ | Daily Sunshine