শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি :
রাজশাহী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ের ৩ দিন ব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে ফুটবল খেলার মাধ্যমে সমাপ্তি হয়।
সকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক ফুটবল খেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ আনিসুজ্জামান মানিক এবং প্রতিযোগী জেলার বিভিন্ন কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমন্ডলী।
ফাইনালে রাজশাহী জেলা দল ও জয়পুরহাট জেলা দলের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় পরবর্তীতে টাইব্রেকারে ৫-৪ গোলে রাজশাহী জেলা জেলা দলকে জয়পুরহাট জেলা দল পরাজিত করে বিজয়ী হয়।
সানসাইন / শামি