সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৩৬) মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি.. রাজেউন)। তিনদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকার পর সোমবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থল বন্দর কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরী করতেন সাইফুল ইসলাম। কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসে গত শনিবার সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
সকাল সাড়ে নয়টার দিকে মোহনপুর-তানোর সড়কের মাঝে নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।