শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে এক হাজার ২৫ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার সকালে উপজেলার হারোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো হারোয়া খ্রিষ্টানপাড়া গ্রামের বেউগামিন গমেজের ছেলে শ্রাবন গমেজ (২৮) ও প্লাবন গমেজ (২৫) এবং মৃত ছলেমান বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪০)।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করে আসছিল। সোমবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারোয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার পঁচিশ লিটার চোলাই মদসহ তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
আসামীরা স্থানীয় লোকজনের সামনে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রি করার বিষয়টি স্বীকার করে।
পরে রাসায়নিক পরীক্ষা ও আদালতে বিচারিক কাজের জন্য নমুনা হিসাবে দুই লিটার রেখে অবশিষ্ট চোলাইমদ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।