শেষ ম্যাচে শক্তিশালী রূপ দেখাতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে লড়াই করে তিন উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে খেলতে নেমে অসহায় আত্মসমর্পণ। সাগারিকার পাড়ে বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ ধবলধোলাই এড়ানোর। সেই চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ ফিরতে চায় শক্তিশালী রূপে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন ভাবনাই জানিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। বাংলাদেশ কি পাল্টা আক্রমণ করতে পারবে? এমন প্রশ্নে হেরাথের কণ্ঠে ঝরেছে প্রত্যাশা, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
হেরাথ যখন সংবাদ সম্মেলন করছেন দল তখনো ঘাম ঝরাচ্ছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ভুগিয়েছিল ফিল্ডিং। চট্টগ্রামে অনুশীলনে ফিল্ডিংয়ে বেশি নজর দিতে দেখা গেছে কোচদের। কোথায় উন্নতি করতে হবে এমন প্রশ্নেও কৌশলী উত্তর দিয়েছেন হেরাথ, ‘বিশেষ করে আমার মনে হয়েছে, প্রতিপক্ষ ব্যাটাররা যখন ভালো খেলতে শুরু করবে, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। কখনো আপনাকে আক্রমণে যাওয়া উচিত হবে না, রক্ষণাত্মক খেলতে হবে। কখনো কখনো রক্ষণাত্মক কৌশলটাই হবে আক্রমণের। এই বিষয়গুলো আত্মস্থ করতে হবে আমাদের।’
নিজেদের মাঠ হলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পিচ পড়তে ভুল করেছে। আজ পিচ নিয়ে কোচিং স্টাফ হতে শুরু করে ক্রিকেটাররাও যেন ছিলেন সিরিয়াস। বারবার খুঁটে খুঁটে দেখেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল। উইকেটে বেশ খানিকটা সময় ছিলেন সাকিব আল হাসানও।
হেরাথ জানেন মিরপুরের মতো এখানে স্পিনাররা সুবিধা পাবে না। সেটা স্বীকারও করেছেন অকপটে। তবে বাংলাদেশ কেন চেনা কন্ডিশনের সুবিধা নিতে পারেনি এমন প্রশ্নে জানান, প্রতিপক্ষ দলের দুই স্পিনার উপমহাদেশে খেলার অভিজ্ঞতাই ডুবিয়েছে বাংলাদেশকে। ‘মইন আলী আর আদিল রশিদ ভালো বল করেছে। এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তাদের। তারা এই সুবিধাটা নিচ্ছে। তাদের ব্যাকগ্রাউন্ডটাও তো এশিয়ান’ -এভাবে বলেছেন হেরাথ।
দুই ম্যাচে মঈন-রশিদ মিলে নিয়েছেন ৯ উইকেট। রশিদ ৬টি, মঈন ৩টি। বাংলাদেশের ২০ উইকেটের অর্ধেকই তাদের পকেটে গেছে। তবে নিজের শিষ্যদেরও প্রশংসা করতে ভুল করেননি। ‘প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে।’
আজ অনুশীলনে যোগ দেননি পেসার তাসকিন আহমেদ, ব্যাটসম্যান লিটন দাস ও আফিফ হোসেন। ইনজুরির কোনো শংকা না থাকলেও তারা টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন। আগামীকাল দুপুর ১২টায় ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।


প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ | সময়: ৬:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর