বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী আওয়ামী পরিবারের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ব্যানার প্ল্যাকার্ড। ’
মিছিলপূর্ব সমাবেশে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃষক লীগ নেতা মেহবুব রশীদ বাবু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান বুলবুল, মো. বেলাল হোসেন, আব্দুল হালিম, শোভা সরকার প্রমুখ।