রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছে। নিহত মাসুদ নাচোলে মিড়কাডাঙ্গা গ্রামের ইসরাইল হকের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাচোল টু খোলসী সড়কের খেসবা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান,গতকাল সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার সময় মোঃ মাসুদ (৩৫), পিতা- ইসরাইল হক, সাং- মিড়কাডাঙ্গা, থানা- নাচোল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ নাচোল বাজার থেকে মাসুদ একটি পাওয়ার টিলার নিয়ে মিরকাডাঙ্গা যাওয়ার পথে খেসবা এলাকায় একটি বাছুর গরুর সাথে ধাক্কা লেগে পাওয়ার টিলারটি উল্টে যায় । এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের চালক মারা যায়। সেই সাথে বাছুর গরুটিও মারা যায়।
ওসি আরো জানান, পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সানশাইন / শামি