রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নগদ একাউন্ট থেকে উপবৃত্তি ও প্রতিবন্ধির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় জিডি করেছেন মুন্নিদাস নামের এক ভুক্তভোগীর মা।
মুন্নিদাস জানান, পহেলা মার্চ দিবাগত রাতে তার মেয়ে কেয়া দাসের উপবৃত্তির ৯০০ টাকা ও প্রতিবন্ধির ২ হাজর ৬৫০ টাকা মোবাইলের একাউন্টে আসার এসএমএস পাই। রাত ৯ টার দিকে এসএমএস আসার পর তা উঠানোর জন্য রাত ১১ টায় দিকে স্থানীয় নগদের দোকানে গিয়ে দেখি সেই টাকা আর একাউন্টে জমা নেই। মুহুর্তে কে বা কারা টাকা উত্তোলন করে নেয়।
ঘটনার পরের দিন ভুক্তভোগীর বাবা অসীম দাস রাজশাহী নগদের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে অভিযোগ জানালে তারা জানান, ০১৩১৪ ৭৯২৮৯০ এই মোবাইল নম্বরটি থেকে ৩৪৫০ টাকা তুলে নিয়েছে।
ভূক্তভোগীদের অভিযোগ যেখানে নগদ একাউন্ট খোলা হয়েছিলো তারাই পিন নং দিয়েছিলো । এই টাকা তারাই অথবা অনলাইইন হ্যাকার চক্র মুহুর্তের মধ্যেই উত্তোলন করে নিয়েছে। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।