মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে আনন্দঘন পরিবেশে সময়ের আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজশাহীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ইমদাদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো চিফ মো. মঈন উদ্দিন, স্থানীয় দৈনিক বাংলার সকাল পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম বনি, স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের পরিচালক শাহজাদা মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর খালিদ, রাবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনসহ প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সময়ের আলোর রাবি প্রতিনিধি রাশেদ শুভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়ের আলোর রাজশাহী ব্যুরো প্রধান ফয়সাল আহমেদ।
সানশাইন / শামি