সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সিফাত আলম গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিনগত রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সিফাত আলম রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম বলেন, রবিবার রাতে বিশেষ অভিযানে সিফাত আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।