মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে অজ্ঞাত এক যুবক (৩৫) আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর ৩ টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও পানল্লার মাঝখানে এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ওই যুবক উপজেলার সান্তাহার ইউনিয়নের পানল্লা গ্রামের রেললাইন এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেন আসতেই ওই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে করে ঘটনাস্থলে তিনি মারা যান। অজ্ঞাত ওই যুবকের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও শার্ট।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।