বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঢাকায় বাংলাদেশ যুব গেমস-এ নারী ফুটবলে রাজশাহী বিজয়ী। সোমবার আরামবাগ বাফুফে মাঠে রাজশাহী জেলা দল ১০-০ গোলে বরিশাল জেলা দলকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। আগামী ১ মার্চ ঢাকা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী যুব নারী ফুটবল দল।
এছাড়াও এদিন যুব হকিতে রাজশাহীর ছেলেরা ময়মনসিংহ দলকে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। আজ নারীদের হকিতে চট্টোগ্রাম দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজশাহী জেলা দয়। এ তথ্য নিশ্চিত করেন যুব নারী হকির টীম ম্যানেজার হেলেন খান। সাথে ছিলেন ছেলেদের কোচ বাপ্পী ও টীম ম্যানেজার রতন।