রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর পৌর এলাকায় কোটি টাকা ব্যায়ে ২টি নতুন পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন করলেন তানোর পৌর মেয়র ইমরুল হক।
রবিবার বেলা ১১টার দিকে তিনি পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাকা রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় ছিলেন তানোর পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী তারেক আজিজ, তানোর পৌর সভার প্যানেল মেয়র আরব আলী, তানোর পৌর সভার কাউন্সিল এন্তাজ আলী, নারী কাউন্সিল জুলেখা ও মমেনা বেগম, কার্যসহকারী ওয়াহেদুজ্জামান বাবু, কার্যসহকারী মাহাবুর রহমান।
তানোর পৌর সভার মেয়র ইমরুল হক বলেন, নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এই দুইটি রাস্তা পাকা করণ করা হচ্ছে। ৬১ লাখ টাকা ব্যায়ে আকচা স্কুল থেকে বানিয়াপাড়া পর্যন্ত ১ হাজার ৩৫০ মিটার এবং ৪১ লাখ টাকা ব্যায়ে বিশ্বজিতের বাড়ি থেকে বর্ষ মসজিদ পর্যন্ত ৫ শ’ মিটার রাস্তা।
ইচ্ছে আছে তানোর পৌর সভার আরো উন্নয়ন করা। পৌরবাসি সহযোগিতা করলে আরো উন্নয়ন করা সম্ভব। পৌর বাসির প্রতি অনুরোধ নিয়মিত পৌরকর পরিশোধ করুন।