সর্বশেষ সংবাদ :

সাবিনাদের অলিম্পিক বাছাই মিয়ানমারে

স্পোর্টস ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে এবং প্রতিপক্ষ কারা তা আগেই জানা গিয়েছিল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে। খেলা হবে ৩ থেকে ১১ এপ্রিল।
এই গ্রুপের খেলা কোথায় হবে ঠিকঠাক হয়েছে সেটাও। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ শনিবার জানিয়েছেন, বাংলাদেশ গ্রুপের আয়োজক মিয়ানমার। বাংলাদেশ ৫ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইরানের। ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার এবং ১১ এপ্রিল শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে।
২০২০ টোকিও অলিম্পিকের বাছাই পর্বেও বাংলাদেশ গ্রুপের ম্যাচ হয়েছিল মিয়ানমারে। ওই আসরে বাংলাদেশের অন্য দুই দল ছিল ভারত ও নেপাল। বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল নেপালের বিপক্ষে এবং হেরেছিল ভারতের কাছে ৭-১ ও মিয়ানমারের কাছে ৫-০ গোলে।
অলিম্পিক বাছাইয়ের আগে সাবিনাদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিঙ্গাপুর হোক বা কম্বোডিয়া- মার্চে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।’


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৬:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ