রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সিভিলে সার্জন অফিসের আয়োজনে ফুড সেফটি, ফুড হাইজিন, অ্যানিমিয়া ও ম্যালনিউট্রিশন এবং হেলথ এজিং বিষয়ক কর্মশালা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারি শনিবার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এস এম মাহামুদুর রশিদ।
রিসোর্স পারসন ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা অফিসার চৌধুরী আব্দুল্লাহ আস সামস, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মোঃ ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাহাত আহমেদ, ডাঃ ফারজানা আলম পান্নামসহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।