রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
পবা প্রতিবেদক
আনন্দমুখর পরিবেশে পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের নবীণ বরণ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ই ফেব্রুয়ারি) সকালে নওহাটা ডিগ্রি কলেজ প্রাঙনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমি চাকমা এর সভাপতিত্বে ও অত্র কলেজ শিক্ষক আব্দুর রব বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন, অত্র কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলী,
নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউসার আলী, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামাণিক, কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। এসময় উপস্থিত অথিতিবৃন্দ তাদের বক্তব্যে নবীণ শিক্ষার্থীদের ভালো পড়াশোনা এবং তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।