শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ফয়সাল রহমান (৩৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা।
পরে তাকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার রাত পৌণে আটটার দিকে রহনপুর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী চৌডালা বসনিতলা গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে রহমত পাড়া মহল্লার এক জনৈক নারী গোলামাঠ হয়ে রহনপুর বাজারে যাচ্ছিলেন। পথে হেলমেট পড়া মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী ওই নারীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে।
কিন্তু ওই নারী চিৎকার করলে ছিনতাইকারী ফয়সাল মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে। পরে পুলিশের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। সে এরআগে একই এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন ছিনতাইকারী ফয়সাল রহমান রহনপুর এলাকায় একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সে একজন পেশাদার ছিনতাইকারী। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।