বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: চতুর্থবারের মত ট্রাস্টি হলেন রাজশাহীর তপন কুমার সেন। তিনি রাজশাহীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে পুনঃ নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সহকারী সচিব এসএম ফরিদ আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
তপর কুমার সেন রাজশাহী নগরীর সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ এর পর থেকে মহানগর যুবলীগ এবং ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও ওয়ান ইলেভেনের পর জননেত্রী শেখ হাসিনার মুক্তি পরিষদের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক।
ট্রাস্টি তপন কুমান সেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কল্যাণকর উদ্যোগ বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন যাবেন।