সর্বশেষ সংবাদ :

পবায় ব্যাংকের নিলাম হওয়া জমি বুঝে পেলেন মালিক

স্টাফ রিপোর্টার: অবশেষে রাজশাহীর পবায় ব্যাংকের নিলাম হওয়া জমি বুঝে পেলেন ক্রয়কৃত মালিক। বৃহস্পতিবার ব্যাংকের কর্মকর্তা ও পবা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার মালিক মো. মুরাদ হোসেনকে জমি বুঝিয়ে দেন।
জানা গেছে, পবা উপজেলা আমগাছি গ্রামের মো. এমাজ উদ্দিন মোল্লার ছেলে মো. তাজ উদ্দিন উত্তরা ব্যাংক লিমিটেড নিউমার্কেট রাজশাহী শাখা থেকে ঋণ নেন। তিনি ঋণের বিপরীতে আমগাছি মৌজার জেএল নং ১০৮, দাগনং ৪৩০এর ৩৭ শতাংশ এবং নওহাটা মৌজার জেএলনং ৯৩, দাগনং ১৩৯ এর দশমিক শূন্য ৩৬৪ একর জমি মর্গেজ রাখেন।
নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংক ২০২০ সালের ৫ ফেব্রুয়ারী জাতী পত্রিকা সমকাল ও স্থানীয় পত্রিকা সোনালী সংবাদে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিলামের সকল শর্ত মেনে ২০২০ সালের ৩ জুন পবা উপজেলার দাদপুর গ্রামের মো. মোবারক আলীর ছেলে মো. মুরাদ হোসেন উক্ত জমি ক্রয় করেন।
কিন্তু মো. তাজ উদ্দিন উত্তরা ব্যাংক লিমিটেড নিউমার্কেট রাজশাহী শাখার বিভিন্ন গাফেলতির অজুহাত দেখিয়ে মো. মুরাদ হোসেনকে জমি বুঝিয়ে দেন না। ব্যাংক প্রশাসনকে বিষয়টি অবহিত করলে বৃহস্পতিবার ব্যাংক প্রতিনিধি, পবা সহকারি কমিশনার ভূমি ও পবা থানা পুলিশের সহযোগিতায় মো. মুরাদ হোসেন জমি বুঝে পান। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩ | সময়: ৬:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ