বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
স্পোর্টস ডেস্ক: বিখ্যাত ও জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকারদের একজন জন মটসন আর নেই। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ফুটবলপ্রেমীদের কাছে যিনি ‘মটি’ নামেই পরিচিত ছিলেন। মটসনের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
মটসন ১৯৬৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রিটেনের জাতীয় ব্রডকাস্টারের হয়ে ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এফএ কাপের ২৯টি ফাইনালে বিবিসিতে ধারাভাষ্য দেন। বিবিসি জানিয়েছে, টেলিভিশনে প্রায় ২ হাজার ৫০০টি ম্যাচে ধারাভাষ্যকারের কাজ করেছেন মটসন।
মটসন ফুটবলের প্রতি তার আবেগ ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। ধারাভাষ্য কক্ষে ভেড়ার চামড়ার কোট পরিহিত অবস্থায় দেখা যেত তাকে। ২০২১ সালে ক্রীড়া ব্রডকাস্টিংয়ে অবদানের জন্য ওবিই (অর্ডার অফ দা ব্রিটিশ এম্পায়ার) খেতাব পান মটসন। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, “জন মটসন মারা গেছেন শুনে গভীরভাবে দুঃখিত।”