মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : করোনা টিকা নেয়ায় উদ্বুদ্ধকরণে মল্লিকা সিডিসি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, সারাবিশ^ গত দুই বছর করোনার ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে এদেশে করোনার মত ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়। রাজশাহীতে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নানামূখী উদ্যোগের ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ বহুলাংশে সম্ভব হয়েছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছানো, ঔষধ প্রদান, অর্থ সহায়তা, হাত ধোয়াসহ জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাসহ জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকার বিনামূল্যে প্রতিটি নাগরিককে টিকা প্রদান অব্যাহত রেখেছেন। করোনার চতুর্থ ডোজ টিকা অব্যাহত রয়েছে। আর এ বিষয়ে আগ্রহী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে মল্লিকা সিডিসির নেতৃবৃন্দের প্রত্যেককে হাইজিন কিটস স্যাটোট্যাপ প্রদান করা হয়েছে।
রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
মতবিনিময় সভায় মল্লিকা সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।