মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি আজ মঙ্গলবার রাজশাহী আসবেন। তিনি সড়কপথে নাটোর হতে দুপুর বারোটায় রাজশাহীর পুঠিয়ায় এসে পৌঁছবেন। প্রতিমন্ত্রী পুঠিয়া রাজবাড়ী পরিদর্শন শেষে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের উদ্দেশে রওনা হবেন।
দুপুর আড়াইটায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক পরিদর্শন করবেন। বিকাল সাড়ে পাঁচটায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।