মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : সোমবার বিকেলে রাজশাহী গোদাগাড়ী উপজেলায় জেলা পরিষদের বেশ কয়েকটি স্থাপনা ও নিজস্ব জমি পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জেলা পরিষদের ডাকবাংলো, দাতব্য চিকিৎসা কেন্দ্র সহ বেশ কিছু নিজস্ব জমি পরিদর্শন করেন এবং দিক নির্দেশনা দেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, সার্ভেয়ার আলিফ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।