শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আগামীকাল বুধবার সকাল দশটায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’’ অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তৃণমূল পর্যায় থেকে জাতীয় স্তরে অ্যাথলেটিকসকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি, শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগি মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল চারটায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার সভাপতিত্ব করবেন।