সর্বশেষ সংবাদ :

রাজশাহী বার নির্বাচন : ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান লিটনের

স্টাফ রিপোর্টার : রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার দিবাগত রাতে নগরীর একটি রেস্তোরার কনফারেন্স কক্ষে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় মেয়র লিটন এ আহ্বান জানান।
সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এ বছরটি নির্বাচনের বছর। এবারে রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচনও গুরুত্বপূর্ণ। জন্য সকলে ঐক্যবদ্ধভাবে ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. একরামুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. মঞ্জুর জামান মুকুল, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পিপি মোজাফফর হোসেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহজাহান প্রমুখ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ