সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক বিরুদ্ধে শান্তি মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা’র নেতৃত্বে শনিবার বিকালে রাজশাহী জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের শান্তি মিছিলে যোগ দেয়। নগরীর অলোকার মোড় থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ স্থায়ী কার্যালয় স্থলে গিয়ে শান্তি মিছিল শেষ হয়। পরে বাংলাদেশের শান্তিকামী মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখতে এবং বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনৈতিক কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে শক্তহাতে রুখে দিতে রাজশাহী জেলা আওয়ামী লীগের রানীবাজারস্থ স্থায়ী কার্যালয় স্থলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. জাকিরুল ইসলাম সান্টুসহ নেতাকর্মীরা।