মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজ্জাম্মেল হক, এমপি আজ শনিবার রাজশাহীর বাগমারা সফর করবেন। তিনি হেলিকপ্টারযোগে সকাল সাড়ে দশ’টায় বাগমারা এসে পৌঁছবেন।
সকাল এগারো’টায় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করবেন। সাড়ে এগারো’টায় বাগমারা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। দুপুর বারো’টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকাল সাড়ে তিন’টায় তিনি হেলিকপ্টারযোগে বাগমারা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবেন।