রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে ১৮ কিলোমিটার পাকা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। উন্নয়নমুলক কাজের মধ্যে রয়েছে, উপজেলা মেডিকেল মোড় হতে আলীপুর বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কার, সিংগাহাট হতে আমগাছী বাজার হয়ে হরিয়ান বাইপাস রাস্তা পর্যন্ত পাকা রাস্তা সংস্কার ও বর্ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে উন্নয়নমুলক কাজের ফলক উন্মোচন কালে এমপি ডা. মনসুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, প্রটেকশনাল ওয়াল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বমুখী একাডেমিক ভবন নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজাহার আলী খান, রিয়াজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।