সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: নগরীর বঙ্গবন্ধু কলেজে পিঠা উৎসব, বসন্তবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিঠা উৎসব ও বসন্তবরণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর গভর্নিং বডির সভাপতি এএমএম আরিফুল হক কুমার ও শহীদ পরিবারের সন্তান শাহিনা বেগম।
বিকালে উৎসব কমিটির আহবায়ক এসএম শরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, কলেজের স্টাফ কাউন্সিলর শহিদুল ইসলাম।
এসব অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান নিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান নাইনুন নাহার, গণিত বিভাগের প্রধান আব্দুস সালাম, ইতিহাস বিভাগের প্রধান লুৎফর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ইকবাল হোসেন, বাংলা বিভাগের প্রধান জহুরা খাতুন, অর্থনীতি বিভাগের প্রধান অসীম কুমার দাস, দর্শন বিভাগের প্রধান শাহানারা আকতার, ইংরেজি বিভাগের প্রধান নাজমুন নাহার লাকী। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।