শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে শাসন করার ঘটনায় পঞ্চম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনকে পিটিয়ে আহত করেছে ঐ ছাত্রীর পিতা। মঙ্গলবার উপজেলার জোতনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঐ ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে টিফিনের সময় তুচ্ছ ঘটনা নিয়ে ক্লাস ওয়ানে পড়া এক ছাত্রীকে শাসন করতে যায় পঞ্চম শেণির ছাত্র শাহাদত (১২)। এ সময় ঐ ছাত্রী তর্কে জড়িয়ে পড়লে শাহাদত তার গালের উপর একটি থাপ্পর দেয়। এরপর ঐ ছাত্রী বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টা অবগত করে। পরক্ষণে তার বাবা জয়নাল হোসেন স্কুলে প্রবেশ করে শাহাদতকে বেধড়ক মারপিট করে আহত করে। এরপর স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করেন।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর ঐ স্কুলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে জোতনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারা বানু বেলী বলেন, ঘটনটি অনাকাঙ্খিত। আমরা আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।