রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের মোহাম্মদ মন্ডল মিয়ার ছেলে মামুন হাসান (২৩) ও উলিপুর থানার মাতারটারী গ্রামের খলিলুর রহমানের ছেলে মাইদুল ইসলাম (৩৮)। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় দুইটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় তাদেরকে আটক করে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে অভিনব উপায়ে মোটর সাইকেলের টিউবের মধ্যে রাখা ৭ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড ও মাদক বিক্রয় করা ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।