রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী মিসেস রাশিদা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও তাঁর স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া। সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
সৌজন্য সাক্ষাতের পর অনুভূতি প্রকাশ করে ডা. অর্ণা জামান বলেন, ‘মহামান্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তাঁর সহধর্মিণী মিসেস রাশিদা খানম ও তাদের পরিবারের সদস্যদের সাথে আজ সারাটা দিন বেশ সুন্দর কেটেছে। আমার দাদা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনাকে খুব কাছে থেকে তিনি দেখেছেন, জানেন এবং সেই সময়ের গল্প গুলো শুনছিলাম মহামান্যর কাছ থেকে। আত্মিক বন্ধনে অন্যরকম এক ভালবাসায় আবদ্ধ আমরা।’