মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলী আকবরের সভাপতিত্বে ও সচিব আব্দুল মালেক সরকারের সঞ্চালনায় ইউপি চত্বরে আয়েজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সভায় অন্যদের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আযাদ, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, ওয়ার্ড সদস্য ইন্তাজ আলী, আব্দুল জলিল ও কামাল হোসেন এবং সংরক্ষিত ইউপি সদস্যা সহিদা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সচিব আব্দুল মালেক সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে তিনি চেয়ারম্যানসহ ইউপি সদস্যদের হাতে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা গত ৬ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।