মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দুবিলা বিলে অবৈধ ভাবে জোরপূর্বক ফসলি জমিতে পুকুর খনন বন্ধের জন্য বাগমারা থানায় ১০ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন মাধাইমুড়ি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সাইফুল ইসলাম।
অভিযোগ সুত্রে জানা যায় দুবিলা বিলে আবাদি ৩ ফসলি শতশত বিঘা কৃষি জমি রয়েছে।কিন্তুু দুবিলা বিলে বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর (চিকাবাড়ী) গ্রামের প্রভাবশালী আয়ুব আলীর ছেলে বুলবুল হোসেন (৩০) প্রায় ৩০-৩৫ বিঘা জমিতে অবৈধ ভাবে দুবিলা বিলে ফসলি জমিতে পুকুর খনন করছেন।
এবিষয়ে এলাকাবাসী জানান দুবিলা বিলে পুকুর খনন হলে বিলের চারপাশের শতশত কৃষক চরম ক্ষতির মধ্যে পড়বে, এজন্য অবৈধ এই পুকুর খনন বন্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন অবৈধ দিঘী খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে,কেউ যদি অবৈধ ভাবে মাটি কাটে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।