রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা সোমবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৯ টায় রাবি জিমনেশিয়ামে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। প্রতিযোগিতায় ৬টি বিশ্ববিদ্যালয় দলের ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাবি জিমনেশিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।