রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের উদ্যোগে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি তদন্ত তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, আলমগীর সরকার, মোজাম্মেল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, মনিরুজ্জামান রঞ্জু, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমুখ। উক্ত সভায় আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সানশাইন / শামি