মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় শিক্ষক ও অভিভাবকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে দু’জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় ওই গ্রামের গোলাম মাসুদ ও সজিবের নেতৃত্বে বহিরাগত কয়েকজন যুবক অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করে। পরে স্কুলের সহকারী শিক্ষক উজ্জল হোসেন এগিয়ে গিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা ওই শিক্ষককে লাঞ্চিত করেন। এতে উত্তেজনার সৃষ্টি হলে তারা পুনরায় লাঠিসোটা নিয়ে অনুষ্ঠানে হামলা করলে পাঁচজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সহকারী শিক্ষক উজ্জল হোসেন ও স্বেচ্ছাসেবক শামীম আহমেদকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।