বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, শুক্রবার সকাল ৭ টায় ওই অজ্ঞাত ব্যক্তি আদমদীঘি স্টেশন এলাকায় রেললাইন দিয়ে কোথায় হেঁটে যাচ্ছিলেন। এসময় সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। তবে তার পড়নে ছিলো পাঞ্জাবি ও জ্যাকেট।