বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫ গ্রাম হেরোইনসহ আরিফ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আরিফ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাজধানীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শুক্রবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামে জনৈক রুহুল আমিনের পুকুর পারে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।