অহংকারের একুশে

সানশাইন ডেস্ক : ফেব্রুয়ারি মাস। ভাষার মাস। কোন্ ভাষার মাস? বাংলা ভাষার? দিন-মাস-বছরের হিসাবে হয়তো বাংলা ভাষার মাস হিসাবে তাকে চিহ্নিত করা যেতেই পারে। কিন্তু বাস্তবতার সঙ্গে ইতিহাসের সত্যের যে দূরত্ব, সারা বছর বাংলা ভাষার দুর্দশা দেখে আমরা খুব জোর গলায় তাই এই মাসকে ভাষার মাস বলতে পারি না।
ভাষা আন্দোলনের যে প্রধান অঙ্গীকার, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, তা কি সত্যিই আমরা করতে পেরেছি? অফিস-আদালতে, সংবাদপত্রে-বেতার-টেলিভিশনে, রাস্তাঘাটে, মানুষের চলনে-বলনে যে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে, তাকে বলা যেতে পারে এক ধরনের জগাখিচুড়ি ভাষা।
এই ভাষার জন্যই ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার প্রমুখ জীবন দিয়েছিল? এখন সর্বক্ষেত্রে যে ধরনের ভাষার ব্যবহার হচ্ছে, দেখে-শুনে মনে হয়, যেন শহিদদের ব্যঙ্গ করার জন্যই তা হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র, বেতার-টেলিভিশন এবং আমাদের প্রকাশিত গ্রন্থাবলি একটি সুশৃঙ্খল, সহজ ও সাবলীল ভাষা ব্যবহার করবে, এটা সবারই কাম্য ছিল। কিন্তু এখন যে ধরনের ভাষার ব্যবহার হচ্ছে, তা না হচ্ছে প্রমিত, না হচ্ছে সবার জন্য সহজবোধ্য বাংলা ভাষা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ৭:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ