সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বুধবার বেলা সাড়ে ১২টায় নগরীর দড়িখড়বোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা।
এসময় তারা ঘটনার নিন্দা জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধসহ মুজতবা দানিশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান। পাশাপাশি পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সদস্য বদরুল হাসান লিটন, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান, শিবলী নোমান, মামুন-অর-রশিদ, আজিজুল ইসলাম, আমির ফয়সাল, সাইফুর রহমান রকি, দুলাল সরকার, মিজানুর রহমান টুকু, জিয়াউল হক, রিমন রহমান, আমজাদ আলী শিমুল, মওদুদ রানা, রাজু আহম্মেদ, আবুল কালাম, এনায়েত করিম, শাহীন আলম, হেলেন খান, শিরিন সুলতানা কেয়া, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র চিত্র সাংবাদিক জাবিদ অপু, সেলিম জাহাঙ্গীর, আজহার উদ্দিন, সালাউদ্দিন, হাবিবুর রহমান পাপ্পু, গুলবার আলী জুয়েল, আব্দুস সালাম, মোখলেসুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।